ডেস্ক নিউজ : আবদুল্লাহ তামিম
সৌদি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব কোম্পানি গুরুতর নিয়ম লঙ্ঘন করেছে। তারা হজযাত্রীদের এমন আবাসনে রাখছিল যেগুলোর কোনো সরকারি অনুমোদন ছিল না। এসব আবাসনে অগ্নি নির্বাপণ ব্যবস্থা, জরুরি নির্গমন পথ, স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা ছিল না, যা সরাসরি হজযাত্রীদের জীবনের জন্য হুমকি তৈরি করেছে।
এই অভিযান সৌদি আরবের ভিশন ২০৩০-এর অংশ, যেখানে হজ ও উমরাহ ব্যবস্থাপনাকে আরও নিরাপদ ও আধুনিক করার লক্ষ্য রয়েছে। সেই অনুযায়ী প্রতিটি হজযাত্রীর আবাসন হতে হবে সরকার-অনুমোদিত। সফরের তথ্য ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে এবং সেবাদানে ব্যর্থ হলে আর্থিক গ্যারান্টি থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
কিউটিভি/আয়শা//১৭ জুলাই ২০২৫,/বিকাল ৩:৩৩