ডেস্ক নিউজ : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় দায়ের হওয়া মামলার মধ্যে এখন পর্যন্ত ১৯টি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা আটটি এবং অন্যান্য ধারায় মামলা ১১টি।
বুধবার (৬ আগস্ট) পুলিশ সদর দফতরের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগ জানিয়েছে, চার্জশিটকৃত আটটি হত্যা মামলার মধ্যে তিনটি শেরপুরের, একটি ফেনীর, একটি চাঁদপুরের, একটি কুমিল্লার, একটি কুড়িগ্রাম জেলার এবং একটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের।
অন্যান্য ধারার ১১টি মামলার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি, চাঁপাইনবাবগঞ্জের তিনটি, সিরাজগঞ্জের দুটি, পাবনার একটি, জামালপুরের একটি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্তাধীন দুটি।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালে দায়েরকৃত মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মামলাগুলো তদারক করছেন। দায়ের হওয়া অন্যান্য সকল মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে বলেও জানিয়েছে পুলিশ সদর দফতর।
কিউএনবি/আয়শা/৬ আগস্ট ২০২৫/রাত ১০:০০