জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষ্যে যুব র্যালী,শপথ বাক্য পাঠ, আলোচনা সভা,বৃক্ষরোপন ও সনদ পত্র এবং যুব ঋণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগষ্ট) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশ্রাফ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান নবাগত মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা।
এর আগে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চত্বর থেকে বর্ণিল আয়োজনে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের হয়ে মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে এসে র্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা উপজেলা প্রাঙ্গনে নিমগাছের চারা রোপনের মধ্যে দিয়ে কর্মসূচির সূচনা করেন
এসময় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা,মহিলা বিষয় কর্মকর্তা ওবায়দুল হক,থানা প্রতিনিধি এসআই রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যান্যের মাঝে নবান্ন ক্রিড়া কল্যান সমিতির সভাপতি আবদুর রহমান,স্বপ্ন ছোয়া সমিতির সভাপতি আব্দুল মালেক,যুব রেডক্রিসেন্ট পক্ষে জাহানরা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
পল্ট্রি প্রকল্পে সফল উদ্যোগক্তা আদনান কায়ছার সাইফুলকে ৭৫ হাজার ও মৎস্য প্রকল্পে জেসমিন আক্তার কে ১লক্ষ টাকা এবং হাস মুরগী পালন,মৎস্য ও গবাদি পশুপালনে প্রশিক্ষণ প্রাপ্ত ৬০ যুবকের মাঝে সনদ বিতরণ করা হয় ।
যুবরাই দেশের শক্তি উল্লেখ করে প্রধান অতিথি নবাগত মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা বলেন,১৯৭১সালে স্বাধীতা সংগ্রামে যুবরাই অগ্রনী ভূমিকা রেখেছে। ২০২৪সালে যুবদের সার্বিক প্রচেষ্টায় দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েয়ে। দেশের অনিয়ম দুর্নীতি রোধে যুবরা সচেতন হলে দুর্নীতি মুক্ত দেশ গড়া সম্ভব জানিয়ে তিনি বলেন,চাকরীর পিছনে না ঘুরে উদ্যোক্তা হওয়ার আহ্বাান জানিয়ে তিনি আরো বলেন, টেকসই গ্রামীন অর্থনীতি ও আত্মনির্ভরশীলতার লক্ষে প্রতিটি গ্রামে যুবক্লাব গঠনের মাধ্যমে এলাকার উন্নয়ন সম্ভবনা সম্পর্কে অবহিত করলে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এসময় মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল,সহ-সভাপতি এনামুল হক ও পৌর বিএনপির সাংগঠনিক সাদ্দাম হোসেন সহ যুব রেডত্রুিসেন্টর, বিভিন্ন যুব ক্লাবের নেতৃবৃন্দ, ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি নবাগত মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা আলোচনা সভা শেষে প্রশিক্ষিত যুবদের মাঝে যুব ঋন ও সনদ পত্র তুলেদেন।
আয়শা/১২ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৩৮