ডেস্ক নিউজ : জাহিদ বিন জোবায়ের
وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا ۚ أُو۟لَٰٓئِكَ لَهُمْ عَذَابٌۭ مُّهِينٌ অর্থ: মানুষের মধ্যে এমনও কেউ আছে, যারা অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করার জন্য অবান্তর কথাবার্তা ক্রয় করে এবং সেটাকে ঠাট্টা-বিদ্রূপে পরিণত করে। তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। (সুরা লুকমান, আয়াত ৬)
তাফসিরে ইবনে কাসির (৬/২৯৬) এ বলা হয়েছে, لهو الحديث (অবান্তর কথা) বলতে গানের সুর, বাজনা, মিথ্যা গল্প, এবং এমন সকল কাজ বোঝানো হয়েছে যা মানুষকে আল্লাহর স্মরণ থেকে বিরত রাখে। আধুনিক কালের অনেক ভিডিও গেমও এই অন্তর্ভুক্ত, বিশেষত যেগুলো সহিংসতা, অশ্লীলতা বা সময় নষ্টে প্ররোচিত করে।
إِنَّ اللَّهَ إِذَا حَرَّمَ شَيْئًا حَرَّمَ ثَمَنَهُ (সহিহ মুসলিম, হাদিস নং ১৫৭৯) অর্থ: নিশ্চয় আল্লাহ যখন কোনো জিনিস হারাম করেছেন, তখন তার মূল্যও হারাম করেছেন। এ হাদিস দ্বারা প্রমাণিত হয়—যে জিনিস ব্যবহার করা নিষিদ্ধ, তার বিক্রয়ও বৈধ নয়।
ফিকহের কিতাবগুলোতেও (যেমন: বাদায়েউস সানায়ে ৫/১৪৪, আল বাহরুর রায়েক ৫/২৭৯, ফাতাওয়া হিন্দিয়া ৩/১১৬, আপ কে মাসায়েল ৮/৪১১-৪১২) এ নীতি স্পষ্টভাবে উল্লেখ আছে।
আয়শা/১০ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:৫৫