এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১২ আগষ্ট ) উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজন উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে র্যালী, আলোচনাসভা, চেক বিতরণ ও সনদ বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুভাষ চন্দ্র চক্রবর্তী। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। বক্তৃতা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার মুসাবব্বির হুসাইন, উপজেলা আইসিটি কর্মকর্তা আশরাফুল হক, প্রেসক্লাব চৌগাছার ক্রিয়া সম্পাদক এম এ মান্নান।
উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোরশেদ আলমের পরিচালনায় বক্তৃতা করেন সুবিধাভোগী উপজেলার পাশাপোল ইউনিয়নের হাউলি গ্রামের সফল গরু খামারী শাহিনুর রহমান, রামকৃঞ্চপুর গ্রামের আরাফাত রহমান, পৌর এলাকার বিশ্বাসপাড়া গ্রামের বাবলুর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার প্রশিক্ষণ প্রাপ্ত সুবিধাভোগী যুবক ও যুবতী উদ্যোক্তারা। এবারের শ্লোগান- প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগগতি ,যুব শক্তিই উন্ন য়নের উৎস, তারাই জাতির প্রাণ প্রবাহ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কর্মকর্তা সুভাষ চন্দ্র চক্রবতী জানান, প্রতি বছরের ন্যায় এবারো প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হয়েছে। ৯ জন যুব ও যুবতীর উদ্যোক্তার মাঝে, দুগ্ধখামার, মাছ চাষ ও গরু-ছাগল মোটাতাজা করণের জন্য ১৪ লাখ টাকা ঋণ প্রদান করা হয়েছে।
আয়শা/১২ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:২২