স্পোর্টস ডেস্ক : গতকাল (৫ সেপ্টেম্বর) রাতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়েছে ফ্রান্স। মাইকেল ওলিসে এবং কিলিয়ান এমবাপ্পের গোলে সহজ জয়ই পেয়েছে ফ্রান্স, কিন্তু অস্বস্তির কারণ হয়েছে ওসমান দেম্বেলের চোট। এদিন ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার পরপরই হ্যামস্টিংয়ের চোট নিয়ে মাঠ ছাড়েন পিএসজির এই উইঙ্গার। যা নিয়ে অসন্তুষ্ট তার ক্লাব।
দ্বিতীয়ার্ধের শুরুতে দেম্বেলেকে তুলে নেন কোচ দিদিয়ের দেশাম। তার বদলি হিসেবে নামেন ক্লাবের সতীর্থ দেজিরে দুয়ে। ফরাসি সংবাদমাধ্যম লে’কিপে জানিয়েছে, দেম্বেলের নতুন চোটের ধাক্কায় ক্ষুব্ধ হয়েছে তার ক্লাব পিএসজি। লিগ ওয়ান চ্যাম্পিয়নদের দাবি, তারা জাতীয় দলের মেডিকেল স্টাফকে আগেই সতর্ক করেছিল উইঙ্গারকে সুরক্ষিত রাখার ব্যাপারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পিএসজি জানত দেম্বেলে ক্লান্ত ছিলেন এবং এমন অবস্থায় খেললে তার চোট পাওয়ার শঙ্কা যে প্রবল সে ব্যাপারেও তাদের উদ্বেগ ছিল। এখন যেহেতু ব্যালন ডি’অর’র শীর্ষ দাবিদার এই ফুটবলার চোটের কারণে মাঠের বাইরে চলে গেছেন, তাই পর্দার আড়ালে অসন্তোষ প্রকাশ করেছে লে প্যারিসিয়ানরা। দেশামের দল আগামী ৯ সেপ্টেম্বর আবারও বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামবে। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ আইসল্যান্ড। খুব সম্ভবত দেম্বেলে সে ম্যাচে বাইরে থাকবেন।
আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৫:৩০