স্পোর্টস ডেস্ক : বুলগেরিয়া ০-৩ স্পেন
বিশ্বকাপ বাছাইয়ের ‘ই’ গ্রুপের ম্যাচে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে মুখোমুখি হয়ে বুলগেরিয়া ও স্পেন। একক আধিপত্যের ম্যাচে বুলগেরিয়াকে নিয়ে ছেলেখেলা করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ৭৮ শতাংশ বল দখলের ম্যাচে ২৪টি শট নিয়েছে স্পেন।
প্রথম হাফেই তিনটি গোল করেছে লা রোজারা। ম্যাচের পঞ্চম মিনিটে জুবিমেন্দির বাড়ানো বল জালে পাঠান মিকেল ওয়ারজাবাল। ৩০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন চেলসির ডিফেন্ডার কুকুরেলা। আর ৩৮তম মিনিটে স্পেনের হয়ে তৃতীয় গোলটি করেন মিকেল মারিনো।
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের স্পেনের প্রথম ম্যাচ ছিল এটি। ফলে সহজ জয়ে বিশ্বকাপ কোয়ালিফাইয়ের মিশন দারুণভাবেই করল দে লা ফুয়েন্তের দল।
লিচেনস্টাইন ০-৬ বেলজিয়াম
বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপ অঞ্চলের ‘এ’ গ্রুপে বড় এক অঘটনের শিকার হয়েছে জার্মানি। র্যাঙ্কিংয়ে স্লোভাকিয়া থেকে ৪৩ ধাপ এগিয়ে থাকা জার্মানি ২-০ গোলে হেরেছে। যদিও বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল জার্মানরাই। তবে প্রত্যাশিত গোলের দেখা পায়নি তারা। স্লোভাকিয়ার হয়ে গোল করেছেন ডেভিড হ্যানকো এবং ডেভিড স্ট্রেলেক।
আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৫, /দুপুর ২:১৮