স্পোর্টস ডেস্ক : বড় এক রেকর্ডের সিঁড়ি স্পর্শ করলেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবি। এতোদিন এই কীর্তি শুধু বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের একারই ছিল। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সেই রেকর্ডে নাম লেখালেন আফগান সাবেক অধিনায়ক।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) শারজাহতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে টি-টোয়েন্টিটে ১০০ উইকেটের দেখা পেলেন নবি। সঙ্গে সঙ্গে তিনি বনে যান বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার, যিনি এই ফরম্যাটে ২০০০ রান ও ন্যূনতম ১০০ উইকেটের মালিক। এর আগে একমাত্র সাকিব আল হাসান এই বরমাল্য গলায় পরেছিলেন।
কালকের ম্যাচ শেষে জাতীয় দলের জার্সিতে নবির রান ২২৪৬, উইকেট ১০১টি। বল-ব্যাটে যৌথ এই কীর্তি গড়তে ১৩৫টি টি-টোয়েন্টি খেলেছেন ৪০ বছর বয়সী। অন্যদিকে, অবসরের আগে সাকিব আন্তর্জাতিক ক্যারিয়ারে ১২৯ টি-টোয়েন্টিতে ২৫৫১ রান এবং ১৪৯ উইকেট শিকার করেন।
এদিকে, দ্বিতীয় আফগান বোলার হিসেবে শততম উইকেটের দেখা পান নবি। তার চেয়ে কম ম্যাচ (৯৮) খেলে ১৬৫ উইকেট নিয়ে দুদিন আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের চূড়ায় ওঠেন রশিদ খান। ওই তালিকায় এরপর যথাক্রমে আছেন– টিম সাউদি (১৬৪), ইশ সোধি (১৫০), সাকিব (১৪৯) ও মুস্তাফিজুর রহমান (১৪২)।
আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১২:০০