স্পোর্টস ডেস্ক : এএফসি অ-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের যাত্রাটা বাংলাদেশের জন্য শুভ হয়নি। গ্রুপের প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনাম ২-০ গোলে বাংলাদেশকে হারিয়েছে। দুই অর্ধে একটি করে গোল করেছে দলটি। বাংলদেশ অ-২৩ দলের হেড কোচ সাইফুল বারী টিটু অসুস্থতায় ভিয়েতনামে হাসপাতালে ভর্তি।
তার অসুস্থতায় হাসান আল মামুন ডাগ আউটে দাঁড়ান। সাবেক জাতীয় অধিনায়কের ভারপ্রাপ্ত কোচের যাত্রাটা ভালো হয়নি। ভিয়েতনাম বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে র্যাংকিং এবং অনেক সূচকে। এরপরও এক মাসের প্রস্তুতি এবং কিউবা, জায়ানদের মতো প্রবাসী ফুটবলার দলে থাকায় অন্তত ড্র কিংবা প্রতিদ্বন্দ্বিতার আশা ছিল। সেই প্রত্যাশা তেমন পূরণ করতে পারেননি ফুটবলাররা।
ম্যাচের শুরু থেকেই স্বাগতিক ভিয়েতনাম দাপট দেখিয়েছে। দ্বিতীয় মিনিটেই তাদের এক আক্রমণ পোস্টে লেগে ফেরত আসে। ১৫ মিনিটে এক ডিফেন্স চেরা পাসে বাংলাদেশের রক্ষণভেদ করে ভিয়েতনামের ফরোয়ার্ড বক্সে প্রবেশ করেন। বাংলাদেশের ডিফেন্ডাররা ভিয়েতনামের নিগক মিইকে আর বাধা দিতে পারেননি। বক্সের মধ্যে খানিকটা সময় নিয়ে বল জালে পাঠান।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশের কোচ একাধিক খেলোয়াড় বদল করলেও গোল আসেনি। এই অর্ধে স্বাগতিক ভিয়েতনামের দু’টি শট পোস্টে লেগে ফেরত আসে। ৮৩ মিনিটে লে ভিক্টর গোল করলে বাংলাদেশের পরাজয় সুনিশ্চিত হয়। বাংলাদেশের চেয়ে স্বাগতিক দলের ফুটবলারদের কাছেই ম্যাচের বেশিরভাগ সময় বল ছিল।
১১ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্স আপ আগামী বছর সৌদি আরবে মূল পর্বে খেলবে। আগামী বছর মূল পর্বে খেলতে হলে ৬ সেপ্টেম্বর ইয়েমেনর বিপক্ষে বাংলাদেশকে অন্তত এক পয়েন্ট পেতেই হবে। ঐ ম্যাচেও হারলে বাংলাদেশের টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে এক ম্যাচ আগেই।
আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৯:০৫