স্পোর্টস ডেস্ক : সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা নেদারল্যান্ডস পাওয়ার প্লেতেই হারিয়ে ফেলেছে ৩ উইকেট। নাসুমের জোড়া শিকার ও তাসকিনের এক উইকেট শিকারে ৬ ওভারে ৩ উইকেটে ৪০ রান তুলতে পেরেছে ডাচরা।
শেখ মেহেদী ও তাসকিন আহমেদের করা প্রথম ২ ওভারে ১৪ রান তুলে ফেলা নেদারল্যান্ডস ধাক্কা খায় নাসুম বোলিংয়ে এলে। আর এসেই দেখান ঝলক। দ্বিতীয় বলে ম্যাক্স ও’দউদকে তাওহীদ হৃদয়ের ক্যাচ বানান। পরের বলে তেজা নিদামানুরু দেন পারভেজ হোসেন ইমনকে ক্যাচ। তবে ডাচ অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস কোনোমতে হ্যাটট্রিক ঠেকান।
ও’দউদ ১০ বলে ৮ ও তেজা রানের খাতা খোলার আগেই বিদায় নেন। নতুন ব্যাটাররা থিতু হয়ে ওঠার আগেই আঘাত হানেন তাসকিন। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে ক্রমে ভয়ঙ্কর হয়ে ওঠা বিক্রমজিৎকে ফেরান তিনি। ১৭ বলে ৪ চারে ২৪ রান করে তানজিম সাকিবের হাতে ক্যাচ দেন বিক্রমজিৎ। সেই ওভারে আরও একটা উইকেট পেতে পারতেন তাসকিন। পরের বলেই ফের ক্যাচ উঠলেও এবার পিছলে পড়ায় তা ধরতে পারেননি সাকিব।
মোস্তাফিজুর রহমান এদিন বোলিংয়ে আসেন নবম ওভারে। আর এসেই পান উইকেটের দেখা। তৃতীয় বলে ফেরান ডাচ অধিনায়ককে। ১১ বলে ৯ রান করে ইমনের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৪১তম উইকেটের দেখা পেলেন কাটার মাস্টার। শম ওভারে রান আউটে কাটা পড়েন ক্রোয়েস। সরাসরি থ্রোয়ে তাকে ফেরান সাইফ। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৯.৪ ওভারে ৬1 রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছে নেদারল্যান্ডস।
আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:৪৪