আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনের তিয়ানজিন শহরে সাক্ষাৎ করেছেন বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। রোববার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি বার্মিজ।
দু্ই শীর্ষনেতা অংশ নিয়েছেন চলমান সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) সম্মেলনে। তবে সম্মেলনের মূল বৈঠক শুরুর আগে পৃথকভাবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ভারতের প্রধানমন্ত্রী মোদি তার ইউটিউব চ্যানেলে এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় বলেন, তিনি মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছেন। তবে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা প্রকাশ করা হয়নি।
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে নেপিদো ও নয়াদিল্লির মধ্যে সম্পর্ক ক্রমেই ঘনিষ্ঠ হয়েছে। ভারত মিয়ানমারে চলমান কালাদান বহুমুখী প্রকল্পসহ বেশ কিছু অবকাঠামো উদ্যোগ বাস্তবায়ন করছে। পাশাপাশি সাংস্কৃতিক বিনিময়ের কর্মসূচিও চালিয়ে যাচ্ছে।
মিন অং হ্লাইং ও মোদির এ বৈঠক ছিল পাঁচ মাসের মধ্যে দ্বিতীয়। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনে তাদের প্রথম সাক্ষাৎ হয়।
আয়শা/৩১ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৩৩