স্পোর্টস ডেস্ক : আগামীকাল শুক্রবার (২৯ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাবে গড়াবে জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা দুই ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে। এই সিরিজের পর আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে লঙ্কানরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সেই সিরিজের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। যেখানে জায়গা হয়নি ওয়ানিন্দু হাসারাঙ্গার।
মূলত গত মাসে বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন এই অলরাউন্ডার। যে কারণে খেলছেন না দুই ম্যাচের ওয়ানডে সিরিজেও। টি-টোয়েন্টি সিরিজের আগেও ফিট হয়ে ওঠার সম্ভাবনা না থাকায় তাকে স্কোয়াডে রাখা হয়নি। শুধু জিম্বাবুয়ে সিরিজই নয়, এশিয়া কাপেও হাসারাঙ্গার খেলা নিয়ে শঙ্কা আছে। আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে গড়াবে এশিয়া কাপের এবারের আসর। জিম্বাবুয়ে সিরিজে হাসারাঙ্গার অবর্তমানে লঙ্কানদের স্পিন আক্রমণের দায়িত্ব থাকছে মাহেশ থিকসানা ও দুনিথ ভাল্লালাগের কাঁধে। দুজনই আছেন ১৭ জনের স্কোয়াডে।
ওয়ানডে সিরিজের দলে না থাকা ফাস্ট বোলার মাথিশা পাথিরানা আছেন টি-টোয়েন্টি দলে। অভিজ্ঞ অলরাউন্ডার চরিথ আশালাঙ্কা ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজেও অধিনায়কত্ব করবেন। এই সিরিজের দলে আছেন পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকার মতো অভিজ্ঞ তারকারা। ৩ সেপ্টেম্বর হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। একই মাঠে ৬ ও ৭ সেপ্টেম্বর বাকি দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
শ্রীলঙ্কা টি-টোয়েন্টি স্কোয়াড: চরিথ আশালাঙ্কা (অধিনায়ক), পাতুম নিশঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, নুয়ানিদু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, ভিশেন হালামবাগে, দাসুন শানাকা, দুনিথ ভাল্লালাগে, চামিকা করুনারত্নে, মাহেশ থিকসানা, দুশান হেমন্ত, দুশ্মন্ত চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান তুশারা ও মাথিশা পাথিরানা।
আয়শা/২৮ আগস্ট ২০২৫/বিকাল ৫:০০