(কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারীতে বিএনপি’র বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ প্রচার করার প্রতিবাদে মানব বন্ধন করেছে চর ভূরুঙ্গামারী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৬ আগষ্ট) দুপুরে নতুন হাট বাজার হাই স্কুল মোড়ে আওয়ামীগ নেতা লুতফর রহমান, জেলা মৎস্য লীগের আহবায়ক ও জুলাই আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি কথিত সাংবাদিক আনোয়ার হোসেন আরিফ এবং ইউনিয়ন শ্রমিকলীগের যুগ্ন সম্পাদক জহুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে এ মানব বন্ধন ও প্রতিবাদ সভা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সাংগঠনিক সম্পাদক শাহ জালাল যুবদল সভাপতি মাইদুল ইসলাম লাভলু সাধারণ সম্পাদক রন্জু আহম্মেদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তারিফুল ইসলাম সেলিম ও সম্পাদক হাবিবুর রহমান।
আয়শা/২৬ আগস্ট ২০২৫/বিকাল ৫:৩০