রাঙামাটি জেলা প্রতিনিধি : রাঙামাটি শহরের সোমবার সড়ক দূর্ঘটনায় যুবক নিহতের ঘটনার পর থেকে উক্ত ঘটনাস্থল বায়তুশ শরফ ও পেট্টোল পাম্প সম্মুখের সড়কের দুই ধারে গতিপ্রতিরোধকের জন্য রাম্বুক স্ট্রিপ, জেব্রাক্রসিং নো-পার্কিং সাইন সিগন্যাল স্থাপনের পাশাপাশি ফুটপাত উদ্ধারপূর্বক মেরামত করার উদ্যোগ নিয়েছে রাঙামাটির সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষ।
সোমবার সকালে দূর্ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা উক্ত কার্যক্রম বাস্তবায়নে তার অধীনস্থদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। এসময় তিনি বলেন, রোববার (২৪ আগষ্ট-২০২৫) দুপুরে সংঘঠিত মর্মান্তিক দূর্ঘটনাটি আমার মনে খুবই কষ্ট লেগেছে। তাই আমি ঘটনাস্থলটি পরিদর্শন করতে এসেছি। এখানে এসে দেখলাম এখানে একটি মাদ্রাসার পাশাপাশি ট্রাক টার্মিনালের শ্রমিকদের আনাগোনা রয়েছে।
মাদ্রাসায় প্রতিনিয়তই কোমলমতি শিশুদের আসা-যাওয়া এবং ট্রাক শ্রমিক, ব্যবসায়িদের চলাচল থাকার পাশাপাশি এখানের ফুটপাত দখলে রাখায় রাস্তা সংকুচিত হয়ে যায়। তাই অনাকাঙ্খিত দূর্ঘটনা ও প্রাণহানির মতো ঘটনাগুলো ঘটছে। বিষয়টি জনগুরুত্বপূর্ণ হওয়ায় রাঙামাটি সড়ক বিভাগের পক্ষ থেকে খুব দ্রুত সময়ের মধ্যে বায়তুশ শরফ ও পেট্টোল পাম্প সম্মুখের সড়কের দুই ধারে গতিপ্রতিরোধকের জন্য রাম্বুক স্ট্রিপ, জেব্রাক্রসিং নো-পার্কিং সাইন সিগন্যাল স্থাপনের পাশাপাশি ফুটপাত উদ্ধারপূর্বক মেরামত করার উদ্যোগ নিয়েছি আমরা।
জনাব সবুজ চাকমা জানান, খুব দ্রুত এসব কাজ বাস্তবায়নের জন্য আমার অফিসের সংশ্লিষ্ট্যদের নির্দেশনা প্রদান করেছি। খুব শীঘ্রই পথচারি চলাচল নির্বিঘ্ন করতে ট্রাক টার্মিনাল সংলগ্ন এলাকা ফুটপাত অবৈধ দখলমুক্ত করা হবে বলেও জানিয়েছেন রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।
আয়শা/২৫ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৪৪