স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দলে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলেছে। আর এই পরিবর্তনের হাওয়াতে কপাল পুড়তে পারে পাক ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের। লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) এ নিয়ে আলোচনা চলছে বলে জানাচ্ছে পাকিস্তানের সংবাদ মাধ্যম।
শুধু ওয়ানডে নয়, টেস্টের অধিনায়কও বদলে ফেলার বিষয়ে ভাবছে পাকিস্তান। লাল বলের ক্রিকেটে নতুন অধিনায়ক হিসেবে আসতে পারেন সাউদ শাকিল। এর ফলে শান মাসুদের জায়গা হারানোর সম্ভাবনা তৈরি হয়েছে। বোর্ডের ভেতরের লোকজন বলছে, তরুণ ক্রিকেটারদের দিয়ে ভবিষ্যতের দায়িত্ব তৈরি করতেই এই পরিবর্তন আনতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সিলেক্টরদের চোখে সাউদের ধারাবাহিক পারফরম্যান্স দারুণ প্রভাব ফেলেছে। অধিনায়কত্ব পেলে তার কেন্দ্রীয় চুক্তি বেড়ে গিয়ে ক্যাটাগরি ‘বি’-তে উন্নীত হতে পারে। গত সপ্তাহে এনসিএ-তে দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। বৈঠকে আসন্ন সফর সামনে রেখে সব ফরম্যাটে নেতৃত্বে স্থিতিশীলতা আনার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।
যদিও পিসিবি বিভিন্ন নাম বিবেচনা করছে, তবে সালমান আলি আগা এবং সাউদ শাকিলই সবচেয়ে বেশি সম্ভাব্য প্রার্থী বলে জানা গেছে। খুব শিগগিরই এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
আয়শা/২৫ আগস্ট ২০২৫/বিকাল ৩:০৫