স্পোর্টস ডেস্ক : জাতীয় স্টেডিয়ামে তিন ধরে চলা সামার অ্যাথলেটিক্স শেষ হয়েছে আজ (২৪ আগস্ট)। শেষ দিনে সবার নজর ছিল ২০০ মিটার স্প্রিন্টের দিকে। এ দিন ২০০ মিটার স্প্রিন্টে ২২.০৪ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন সেনাবাহিনীর তারেক। আগের দিন ১০০ মিটারে সেরার মুকুট পুনরুদ্ধার করেছেন ইমরানুর রহমান। তবে শেষ দিনে ২০০ মিটার দৌড় শেষ করতে পারেননি তিনি, তার আগেই ট্র্যাকে পড়ে যান তিনি।
সঙ্গে সঙ্গেই তাকে বাইরে নিয়ে যাওয়া হয়। এই ইভেন্টে মেয়েদের বিভাগে সেরা হয়েছেন শরীফা। তিনি দৌড় শেষ করেছেন ২৫.২৪ সেকেন্ডে। তৃতীয় দিনে রেকর্ড হয়েছে ৩টি। মেয়েদের ১০ হাজার মিটারে রিংকি ৩৯ মিনিট ১৪.৭৩ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়ে সেরা হয়েছেন। নৌবাহিনীর এই অ্যাথলেট ভেঙেছেন ২০২২ সালে পাপিয়া খাতুনের গড়া ৪১ মিনিট ৯.৩২ সেকেন্ডের রেকর্ড।
আয়শা/২৪ আগস্ট ২০২৫/রাত ১১:০০