ডেস্ক নিউজ : চাঁদপুরে ইলিশের বাজার নিয়ন্ত্রণে রোববার মাছঘাটে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাজারে পর্যাপ্ত ইলিশ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট দেখিয়ে দাম বৃদ্ধির অভিযোগে ওই অভিযান চালানো হয়।
স্থানীয় ক্রেতারা অভিযোগ করেন, বাজারে পর্যাপ্ত পরিমাণ ইলিশ থাকলেও ব্যবসায়ীরা ‘মাছের সংকট’ দেখিয়ে দাম কমাচ্ছেন না। ফলে সাধারণ মানুষ প্রত্যাশিত দামে ইলিশ কিনতে পারছেন না।
আব্দুল্লাহ আল ইমরান জানান, আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। ব্যবসায়ীরা যদি ইচ্ছাকৃতভাবে মূল্য নিয়ন্ত্রণের বাইরে রাখে বা কৃত্রিম সংকট তৈরি করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আয়শা/২৪ আগস্ট ২০২৫/রাত ১০:৫৬