স্পোর্টস ডেস্ক : আসন্ন নারী বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত এবং শ্রীলংকায় অনুষ্ঠিত হবে এই বিশ্ব আসর।
রুবাইয়া এর আগে বাংলাদেশ দলের হয়ে টি-টোয়েন্টি খেললেও ওয়ানডে খেলেননি। ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে তিনি এবার বিশ্বকাপের দলে ডাক পেয়েছেন। এশিয়া কাপের দলে নুরুল-সাইফ চমকের ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
দলে ফিরেছেন সুমাইয়া আক্তারও। তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ সাবেক অধিনায়ক অধিনায়ক। তিনি গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে তার একমাত্র ওয়ানডে খেলেছিলেন। ব্যাট হাতে দারুণ ফর্মের প্রতিদান পেয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে ধারাবাহিক ভালো পারফরম্যান্স দেখিয়েছেন ব্যাট হাতে।
বাংলাদেশ দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মণি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি ও সুমাইয়া আক্তার।
আয়শা/২৩ আগস্ট ২০২৫/রাত ১০:২৪