স্পোর্টস ডেস্ক : ২০২৪ সালে আইপিএলকে বিদায় জানানো কার্তিক খেলেছেন দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০-তে। পার্ল রয়্যালসের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। তার পথ অনুসরণ করার চেষ্টা আরও ১৩ ভারতীয়র, এসএ২০-তে খেলার জন্য নিলামে নাম দিয়েছেন তারা। ৯ সেপ্টেম্বর জোহানেসবার্গে হবে এবারের নিলাম। খবর ক্রিকবাজের।
এসএ২০’র নিলামে নাম দেওয়া ভারতীয়রা হলেন- পিযুষ চাওলা, সিদ্ধার্থ কাউল, অঙ্কিত রাজপুত, নিখিল জাগা, মোহামেদ ফাইধ, কেএস নাভীন, আনসারি মারুফ, মহেশ অহির, সারুল কানওয়ার, অনুরীত সিং, ইমরান খান, ভেঙ্কটেশ গালিপেলি ও অতুল যাদব।
আয়শা/২৩ আগস্ট ২০২৫/রাত ৮:৩৩