(ঢাকা)প্রতিনিধি : বৈষম্য বিহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রুপরেখা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দ। শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার হাকিম মার্কেট, কাঁঠালতলা বাজার ও চিত্রশাইল এলাকায় এই লিফলেট বিতরণ করেন তারা।