ডেস্ক নিউজ : মুফতি আবদুল্লাহ তামিম
কেননা, হালাল রিজিকেই বরকত রয়েছে আর তা আমাদের ঈমান ও আমলকে মজবুত করে। আল্লাহ তাআলা ও তার রসুল (সা.) আমাদেরকে যে পথে জীবন পরিচালনা করতে নির্দেশনা দিয়েছেন, তার মধ্যে হালাল রিজিকের প্রতি গুরুত্ব দেয়া হয়েছে।
রসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, ‘তোমাদের কেউ যদি রশি নিয়ে সকালবেলা পাহাড়ের দিকে বের হয়। এরপর লাকড়ি সংগ্রহ করে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করে এবং দানও করে। মানুষের কাছে হাত পাতার চেয়ে তার জন্য এটা উত্তম।’ (বুখারি ১৪৮০, মুসলিম ১০৪২)। এ হাদিসটি আমাদের শিক্ষা দেয় পরিশ্রম এবং আত্মনির্ভরশীলতার গুরুত্ব। হালাল পথে জীবিকা অর্জন করতে পারাই একজন মুমিনের জন্য শ্রেষ্ঠ পথ। হালাল রিজিকের জন্য কেবল পরিশ্রম করাই যথেষ্ট নয়; আল্লাহর কাছে এই রিজিকের জন্য দোয়া করাও জরুরি। প্রয়োজনে সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে চাওয়া এবং যে কোনো ছোট প্রয়োজনে আল্লাহর দয়া প্রার্থনা করা উচিত।
আয়শা/২০ আগস্ট ২০২৫/বিকাল ৪:৫৫