স্পোর্টস ডেস্ক : অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচন কমিটি মঙ্গলবার দল ঘোষণা করার পরপরই দল নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন ভারতের সাবেক নির্বাচক ক্রিস শ্রীকান্ত। তার দাবি, এই দল এশিয়া কাপ জিতলেও তা আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা ধরে রাখতে যথেষ্ট হবে না।
১৯৮৩ এর বিশ্বকাপজয়ী শ্রীকান্তের সবচেয়ে বড় আপত্তি রিঙ্কু সিং, শিভম দুবে ও হর্ষিত রানার দলে অন্তর্ভুক্তি নিয়ে। রিঙ্কু ২০২৩ আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে দলের একাদশে, আর দুবে ও রানা ২০২৪ আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্সের ফলে জায়গা পান। কিন্তু এ তিনজনই আইপিএলের সবশেষ আসরে ফর্মের বাইরে ছিলেন।
শ্রীকান্ত মনে করেন, দলে একজন স্বাভাবিক নাম্বার পাঁচ ব্যাটারের ঘাটতি রয়েছে। ভারতের শেষ টি-টোয়েন্টিতে দুবে সেই স্থানে নেমে ১৩ বলে ৩০ রান করেছিলেন, আর দল তুলেছিল ২৪৭/৯। শ্রীকান্ত বলেন, ‘পাঁচ নম্বরে কে ব্যাট করবে? পাঁচ নম্বর ব্যাট করতে হবে সঞ্জু স্যামসন, জিতেশ শর্মা, শিভম দুবে অথবা রিঙ্কু সিংয়ের কাউকে। সাধারণত হার্দিক পান্ডিয়া পাঁচ নম্বরে ব্যাট করে, এখন অক্ষর প্যাটেল ছয়ে নামতে পারবে না।
আমি বুঝতে পারছি না কীভাবে তারা দুবেকে নিলো। যশস্বী জয়সওয়াল আন্তর্জাতিক ক্রিকেট আর আইপিএলে পারফর্ম করেছে। সে তাহলে কী করবে?’ ভারতের এশিয়া কাপ অভিযান শুরু হবে ১০ সেপ্টেম্বর, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
আয়শা/২০ আগস্ট ২০২৫/বিকাল ৪:৩০