স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করলেন আমিনুল ইসলাম বুলবুল। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে প্রায় ৫ ঘণ্টা ব্যাপি এই বৈঠকে ক্রিকেটারদের সঙ্গে খোলামেলা আলাপ করেছেন তিনি।
‘মজার ব্যাপার হচ্ছে, আমাদের যে এজেন্ডা ছিল, এজেন্ডার বাইরে থেকে এসে ক্রিকেটাররা লাফিয়ে লাফিয়ে মাইক হাতে নিয়ে কথা বলছিল। মনের কথা প্রকাশ করছিল। এটাই সবচেয়ে আনন্দের ব্যাপার’-যোগ করেন বিসিবি সভাপতি।
বৈঠকে জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন বোর্ড পরিচালক আকরাম খান, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন, স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদরা। এছাড়া বুলবুল যখন গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তখন তার সঙ্গে ছিলেন বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু ও বিসিবির অ্যান্টি করাপশন ইউনিটে সদ্য যোগ দেওয়া অ্যালেক্স মার্শাল।
বাংলাদেশ দলের নেক্সট অ্যাসাইনমেন্ট সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ফরম্যাটের টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ। তার আগে প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লিটন দাসের দল। আগামী ৩০ আগস্ট, ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে এই সিরিজের তিন ম্যাচ।
আয়শা/১৯ আগস্ট ২০২৫/রাত ৯:৪০