স্পোর্টস ডেস্ক : বাজে শুরুর পর দারুণভাবে ঘুরে দাঁড়ালেন সনি বেকার। নিজের করা প্রথম ১০ বলেই হজম করতে হয়েছিল চার বাউন্ডারি। তবে এরপরই তার অসাধারণ প্রত্যাবর্তন। দুর্দান্ত বোলিংয়ে করেছেন হ্যাটট্রিক।
এই টুর্নামেন্টের ইতিহাসে চতুর্থ বোলার হিসেবে হ্যাটট্রিক করার স্বাদ পেয়েছেন ২২ বছর বয়সী বেকার। দ্বিতীয় স্পেলে আক্রমণে এসে নিজের ১৫তম বলে ডেভিড মালানকে বোল্ড করেন বেকার। এরপর আবার আক্রমণে ফিরে প্রথম দুই বলেই টম লজ ও জ্যাকব ডাফিকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন।
এরপর ২০২৩ সালে ওয়েলশ ফায়ারের বিপক্ষে সাউদার্ন ব্রেভের হয়ে টাইমাল মিলস এবং ২০২৪ সালে লন্ডন স্পিরিটের বিপক্ষে ওভাল ইনভিন্সিবলসের হয়ে হ্যাটট্রিক করেছিলেন স্যাম কারান। এই ক্লাবে এবার নাম লেখালেন বেকার।
আয়শা/১৮ আগস্ট ২০২৫/রাত ১০:৪৪