স্পোর্টস ডেস্ক : রোববার (১৭ আগস্ট) ঘোষণা করা ১৭ সদস্যের দলের নেতৃত্বভার সালমান আলী আগার কাঁধে। এশিয়া কাপের আগে এই দলটি সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজেও খেলবে। এই সিরিজ শুরু হবে ২৯ আগস্ট থেকে, এশিয়া কাপ ৯ সেপ্টেম্বর থেকে।
পাকিস্তান সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-২০ সিরিজ জিতেছে। ওই সিরিজের ১৫ সদস্যই এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পেয়েছেন। বাড়তি দুজন হলেন সালমান মির্জা ও ওয়াসিম জুনিয়র। সালমানের বাংলাদেশের বিপক্ষে সিরিজে অভিষেক হয়েছিল। ৩ ম্যাচে ৭ উইকেট শিকার করেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচেই সাইম আয়ুবের সঙ্গে ইনিংস ওপেন করেছিলেন সাহিবজাদা ফারহান। ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপেও হয়তো তেমনটিই হবে। ফারহান চলতি বছর স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক। ২৫ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ১২৮৩ রান। ওয়ানডাউনে দেখা যেতে পারে ফখর জামানকে, যেমনটি হয়েছে ক্যারিবীয় সফরেও। মিডলঅর্ডারের জন্য আছেন সালমান আগা, হাসান নাওয়াজ ও হুসাইন তালাতরা।
পাকিস্তানের পেস অ্যাটাক নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি। তার সঙ্গে রয়েছেন হারিস রউফ, হাসান আলী, সালমান মির্জা, ওয়াসিম জুনিয়র ও অলরাউন্ডার ফাহিম আশরাফ। স্পিন বিভাগে লেগ স্পিনার আবরার আহমেদের সঙ্গে আছেন চায়নাম্যান সুফিয়ান মুকিম, এছাড়া খুশদিল শাহ, সাইম আয়ুব, সালমান আগা ও মোহাম্মদ নাওয়াজের পার্ট টাইম স্পিন তো রয়েছেই।
পাকিস্তান দল
সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।
আয়শা/১৭ আগস্ট ২০২৫/বিকাল ৪:২০