স্পোর্টস ডেস্ক : দ. আফ্রিকাকে টি-টোয়েন্টি সিরিজ হারালো অস্ট্রেলিয়া। দ. আফ্রিকার ১৭৩ রানের লক্ষ্যে নেমে ১২২ রানে ৬ উইকেট হারিয়ে চাপেই ছিল অজিরা। গ্লেন ম্যাক্সওয়েল দুর্দান্ত এক ইনিংস খেলে ১ বল থাকতে ২ উইকেটের জয় এনে দিয়েছেন দলকে। অস্ট্রেলিয়াও সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।
শনিবার অস্ট্রেলিয়ার কেয়ার্নসে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯ রানে ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। চারে নামা ডেওয়াল্ড ব্রেভিস দারুণ এক ইনিংস খেলে প্রোটিয়াদের ভালো সংগ্রহ এনে দেন। তিনি ২৬ বলে ৫৩ রান করেন। ছয়টি ছক্কার সঙ্গে একটি চারের শট মারেন। এছাড়া ওপেনার রিকেলটন ১৩ বলে ১৩, তিনে নামা লুহান প্রিটোরিয়াস ১৫ বলে ২৪ এবং পাঁচে নামা ত্রিস্টান স্টাবস ২৩ বলে ২৫ রান করেন। লোয়ারের রেসি ফন ডার ডুসেন ২৬ বলে ৩৮ রানের হার না মানা ইনিংস খেলেন।
অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন। পেসার জস হ্যালজউড ৪ ওভারে ৩০ ও লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ২৪ রান দিয়ে ২টি করে উইকেট নেন। দক্ষিণ আফ্রিকার করবিন বোচ ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন। কাগিসু রাবাদা ৪ ওভারে ৩২ ও মাপাকা ৩ ওভারে ৩৬ রান দিয়ে নেন ২ উইকেট।
আয়শা/১৬ আগস্ট ২০২৫/রাত ১০:১৯