আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের বিরুদ্ধে ‘অ্যাপারথাইড’ (বর্ণবৈষম্যমূলক দমননীতি) অভিযোগে গ্রেফতারি পরোয়ানার আবেদনপত্র প্রস্তুত রয়েছে বলে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে।
যদি এই পরোয়ানা জারি হয়, তবে আন্তর্জাতিক আদালতে প্রথমবারের মতো অ্যাপারথাইড অপরাধ হিসেবে চার্জ গঠন হবে। রোম সংবিধি অনুযায়ী, অ্যাপারথাইড মানবতাবিরোধী অপরাধ হিসেবে স্বীকৃত। ইসরাইলের দখল নীতি ও ফিলিস্তিনিদের ওপর নিপীড়নের কারণে দেশটির বিরুদ্ধে অ্যাপারথাইডের অভিযোগ তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ, ইসরাইলি মানবাধিকার সংস্থা বেতসেলেমসহ বহু প্রতিষ্ঠান।
গত বছর জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতও গাজা ও পশ্চিম তীরের দখল অবৈধ বলে মত দেয় এবং বর্ণবৈষম্য বিলোপে ইসরাইলের ব্যর্থতার কথা উল্লেখ করে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চাপ, বিচারক ও প্রসিকিউটরদের ওপর নিষেধাজ্ঞা, এবং রাজনৈতিক হুমকির কারণে আইসিসি বর্তমানে জটিল অবস্থায় রয়েছে। ফলে এই পরোয়ানা আদৌ কার্যকর হবে কি না, তা অনিশ্চিত।
আয়শা/১৬ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:০৫