স্পোর্টস ডেস্ক : ডারউইনে জিশান-আফিফের ব্যাটে ৬ উইকেটে ১৮৩ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। আগের ম্যাচে ১৭ বলে ৩৩ রান করা জিশান আজ করলেন ৭৩। ৪৬ বলের ইনিংসটি তিনি সাজিয়েছেন ৪টি চার ও ৫টি ছয়ের মারে।
উদ্বোধনী জুটিতে জিশান মোহাম্মদ নাইমের সঙ্গে ৬২ রানের জুটি গড়েছিলেন। নাইম ব্যক্তিগত ২৫ রানে সাজঘরে ফেরেন। ওয়ানডাউনে নামা সাইফ হাসান ধীরগতিতে খেললেও জিশানের কল্যাণে বাংলাদেশের রানের চাকা সচল ছিল। তিনি আউট হন দলীয় ১১১ রানে।
আয়শা/১৬ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:০০