স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ চলে আসছে। তার আগে ভারতীয় দল নির্বাচন নিয়ে নির্বাচকরা পড়ে গেছেন মহাফ্যাসাদে। তরুণ দলটা বেশ পারফর্ম করছে, এরই মধ্যে এই দলে অভিজ্ঞদের ঢোকানো হবে কি না, তা নিয়ে দ্বিধায় আছেন নির্বাচকরা।
তবে যে কারণে এই প্রশ্ন উঠছে, তা হলো টি-টোয়েন্টি সেটআপে তাদের অনুপস্থিতি। ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে এদের কেউই খেলেননি। এমনিতেও বুমরাহ বাদে বাকিরা সূর্যকুমার যাদবের টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ নন। প্রশ্নটা উঠে যাচ্ছে সে কারণেই।
এদিকে ভিন্ন ফরম্যাটে তারকাদের পারফর্ম্যান্স দলকে অন্য ভাবনাই ভাবাচ্ছে। গিল সদ্য শেষ হওয়া অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি সিরিজে ৭৫৪ রান করেছেন। ইংল্যান্ড থেকে ফিরে তিনি দুলিপ ট্রফিতেও খেলবেন। সেই তাকে কি ভাবনায় না রেখে পারবেন নির্বাচক অজিত আগারকাররা?
গিলকে দলে নিলে বের করা হবেই বা কাকে? ওপেনিংয়ে এখন আছেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। এরপর আছেন তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, শিবম দুবে, রিঙ্কু সিং ও হার্দিক পান্ডিয়া। তাদের কাকে সরিয়ে গিলকে ঢোকানো হবে দলে?
সিরাজের ক্ষেত্রেও বিষয়টা এমনই। ইংল্যান্ডে সবচেয়ে বেশি ওভার ও ডেলিভারি করেছেন তিনি, দলের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন তিনি। তবে তার শেষ টি-টোয়েন্টিও গিলের মতো এক বছরেরও বেশি আগে।
এদিকে আইপিএলেও তার পারফরম্যান্স ভালো ছিল না—১৫ ম্যাচে ১৬ উইকেট পেয়েছিলেন তিনি। বিপরীতে প্রসিদ্ধ কৃষ্ণা ১৫ ম্যাচে ২৫ উইকেট নিয়েছেন। সিরাজ তো আছেননি, সঙ্গে বুমরাহকে নিয়েও ভাবনায় ভারতের নির্বাচকরা। তিনি দলে থাকলে পেস বিভাগে জায়গা মিলবে কাদের—এ নিয়েও ভাবনায় তারা। তবে শেষমেশ এই সমীকরণ কীভাবে মেলানো হবে, সেটাই এখন দেখার বিষয়।
কিউএনবি/আয়শা/১৫ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৪০