ডেস্ক নিউজ : চট্টগ্রাম নগরে চাঁদা না দেওয়ায় হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন চিকিৎসক মো. ইকবাল। তিনি হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি করেন তিনি।
তার ভাষ্য, গত ১২ আগস্ট নির্মাণাধীন দালানে সিডিএ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক চলাকালে হারুনের অনুসারী ইমন, অভি ও কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী তাকে ও তার দুই ভাগিনা শাহরিয়ার ও মারুফকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় ইমন ইটের টুকরা ছুড়ে মারলে তা তার বাম চোখ ও নাকের পাশে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম হয়। এতে তার দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয়।
তবে পুলিশ বলছে, বিষয়টি ভিন্ন। তাদের দাবি, ভবন নির্মাণ নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার জেরেই মারামারিতে ইকবাল আহত হয়েছেন। ফেসবুকে বিএনপির নামে চাঁদাবাজির অভিযোগ তুলে ঘটনাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হয়েছে।
আজকের সংবাদ সম্মেলনে ডা. ইকবাল বিএনপির কোনো নেতার নাম উল্লেখ করেননি। তবে হামলাকারীদের তিনি ‘চাঁদাবাজ ও সন্ত্রাসী’ আখ্যা দেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হামলাকারীরা নিজেদের বিএনপির নেতা পরিচয় দিয়েছিল এবং শহীদ জিয়ার স্লোগান দিয়েছিল। তখন তার আর যাচাই করার সুযোগ ছিল না।
এক পর্যায়ে অসুস্থতার কথা জানিয়ে ডা. ইকবাল সংবাদ সম্মেলন শেষ করেন।
আয়শা/১৪ আগস্ট ২০২৫/রাত ৮:১২