স্পোর্টস ডেস্ক : বয়স ভিত্তিক পর্যায়ে পেশাদার কাঠামো নেই দেশের ফুটবলে। তাই স্পেন পাড়ি জমিয়েছেন শায়ান। লা মাসিয়ায় অনূর্ধ্ব ১২ দলের সঙ্গে করেন অনুশীলন। কিন্তু তার ম্যাচ খেলা হয় অরেকটা ভিন্ন ক্লাবের হয়ে।
প্রত্যাশা স্পেনের একাডেমিতে নিজেকে পরিণত করে লাল সবুজ ফুটবলের প্রতিনিধিত্ব করা। এই ক্ষুদে ফুটবলার বলেন, ‘আমি বার্সার সঙ্গে প্রাক্টিস করছি আর আরেকটা ক্লাবের হয়ে ম্যাচ খেলি। ইনশাআল্লাহ, উন্নতি হবে ভবিষ্যতে। আর আমিও ভবিষ্যতে বাংলাদেশের হয়ে খেলতে চাই।’
এদিকে, শায়ানের লাল সবুজ ফুটবলের প্রতি উৎসাহ বাড়াতে জার্সি দিয়েছে বাফুফে। জাতীয় দলের বিভিন্ন রংয়ের জার্সি তার হাতে তুলে দেন ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্যরা। এসময় মোহমেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বাফুফের সদস্য জাকির হোসেন চৌধুরী বলেন, ‘আপনারা তো জানেনই বাংলাদেশের ফুটবলের সঙ্গে স্প্যানিশ ফুটবলের, বিশেষ করে ও যেখানে আছে (বার্সেলোনা) সেখানকার তফাত…অনেক পার্থক্য থাকবেই।
তারপরও আমরা ওকে জার্সি (বাংলাদেশ দলের) দিয়ে উৎসাহ দিচ্ছি, যেন ও ভবিষ্যতে পরিপক্ব হয়ে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে পারে। এটাই আমাদের আশা। বাংলাদেশে ছুটি শেষ করে এই মাসেই লা মাসিয়ায় ফিরে যাবেন শায়ান। তার প্রত্যাশা ভালো পারফর্ম করে জায়গা করে নেবেন বার্সেলোনার বয়সভিত্তিক দলে।
আয়শা/১৪ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:০৫