আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদায়িত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে জাতীয় ও আন্তির্জাতিক যুব দিবস উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা, শপথ বাক্য পাঠ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত মঙ্গলবার (১২আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর হতে এক বর্ণাঢ্য র্যালি সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শপথ বাক্য পাঠ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসন শায়লা সাঈদ তন্বী।
উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাইদুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসাবে পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ, বৈষম্য বিরোধী ছাত্রনেতা শরিফ হোসেন, ফজলে রাব্বি, সফল উদ্দ্যোক্তা রেহানা বেগম, যুব সংগঠক আজমিরা হক প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং যুব, যুব মহিলা, উদ্দ্যোক্তাসহ সফল খামারীগণ উপস্থিত ছিলেন। পরে শপথ বাক্য পাঠ শেষে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
আয়শা/১২ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৩০