স্পোর্টস ডেস্ক : এনসিএলে জায়গা না পাওয়ার প্রসঙ্গে মঙ্গলবার (১২ আগস্ট) গণমাধ্যমকে মুনিম বলেন, ‘ঢাকা মেট্রোতে গতবার ক্যাম্প করেছি। কিন্তু এবার ৩০ জনের লিস্টেই নাম নেই। মনে হয় না এবার (আমাকে) দেখা যাচ্ছে। গতবার ফিটনেস ক্যাম্প করেছি। ইয়ো ইয়ো টেস্ট দিয়েছি। এবার সেটাও হচ্ছে না। ঢাকা ডিভিশন এবং ঢাকা মেট্রো কোথাও খেলা হচ্ছে না যেটা আমার জন্য খুবই পীড়াদায়ক।’
২০২১-২২ বিপিএলে অনবদ্য পারফর্ম করে জাতীয় দলে জায়গা পেয়েছিলেন মুনিম। তবে দুটো সিরিজ খেলেও প্রতিভার সুবিচার করতে পারেননি। এরপর থেকেই জাতীয় দলের বাইরে। গত সিজনে এনসিএলেও খেলতে পারেননি। বিপিএলে শুরুর দিকে কয়েকটা ম্যাচ খেললেও পরে বাদ পড়ে যান। ওয়ানডে ফরম্যাটের ডিপিএলেও সুযোগ পান না তেমন। আর টি-টোয়েন্টির ক্রিকেটার হওয়ায় চার দিনের টেস্টেও বিবেচনায় আসেন না। সব মিলিয়ে, বাংলাদেশের ক্রিকেট কাঠামোতে নিজের জন্য তেমন জায়গাই খুঁজে পাচ্ছেন না মুনিম। একজন পেশাদার ক্রিকেটারের জন্য এটা অনেক হতাশাদায়ক বলে মনে করেন তিনি।
আক্ষেপ নিয়ে মুনিম বলেন, ‘আমার জাতীয় দলে কামব্যাক করার উপায় হচ্ছে ঘরোয়া লিগ। ঘরোয়া লিগেও যদি ৩০ জনের মধ্যে নাম না থাকে তাহলে আমার খেলাটাই কঠিন হয়ে যায়। কারণ আমি তো কোনো সুযোগ পাচ্ছি না। গত বছর আমাকে চার দিনের টেস্টে খেলানো হয়নি। বলা হয়েছিল টি-টোয়েন্টিতে খেলাবে; টি-টোয়েন্টির মতো করে প্রস্তুতি নিতে। দল যখন দিল (এনসিএলের) দেখলাম আমি নাই। তখন জনৈক নির্বাচকের সঙ্গে আমার কথা হয়। তিনি আমাকে বলেন, ”কিছু কিছু খেলোয়াড়রা তো সবসময় টেস্টই খেলে৷ আমরা চাচ্ছি ওদেরকে টি-টোয়েন্টি খেলার সুযোগ দিতে।” তাহলে আমার সুযোগটা কই, আমাকে কি ছুড়ে ফেলে দেয়া হচ্ছে?’
জাতীয় দলে খেলা একজন ক্রিকেটারের প্রতি এমন আচরণ দেশের ক্রিকেট কাঠামোকে প্রশ্নবিদ্ধ করে বলে মনে করেন মুনিম। পারফরম্যান্সে যতোই উত্থান-পতন থাকুক, সুযোগ না পেলে ক্রিকেট খেলাই অনর্থক মনে করেন তিনি। মুনিম বলেন, ‘এটা বাংলাদেশের পুরো ক্রিকেট কাঠামোকেই প্রশ্নবিদ্ধ করে। একজন জাতীয় দলে খেলেছে। তাকে আপনি কোনো ধরনেরই নার্সিং করতে পারছেন না। হ্যাঁ, আমার পারফরম্যান্সও আপ অ্যান্ড ডাউন করেছে। কিন্তু আমি দেখেছি অনেকেই অনেক কিছু পেয়েছে৷ আবার কেউ কিছুই পায়নি। আমার বারবার মনে হয়েছে কামব্যাক করব। এখন এই সুযোগটাই না পেলে ক্রিকেট খেলা অনর্থক।’
সুযোগ না পাওয়ার পেছনে নিজের পারফরম্যান্সের কোনো কমতি দেখছেন না মুনিম। তবে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি। মুনিম বলেন, ‘অনেকের সঙ্গেই যোগাযোগ করেছি৷ কিন্তু ঠিকঠাক কোনো উত্তর পাইনি। জিজ্ঞেস করেছি, আমি নেই কেন, ৩০ জনের মধ্যে থাকার ক্রাইটেরিয়া কী। কারণ আমি বিপিএলের প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছি, ডিপিএলে প্রথম দিকে সুযোগ পাইনি। তবুও মোহামেডানের বিপক্ষে যাদের বোলাররা বেশিরভাই জাতীয় দলের, তাদের বিপক্ষে টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করেছি। ওই ম্যাচে আমার রান ছিল সর্বোচ্চ। অনেকের সঙ্গেই যোগাযোগ করেছি। তবে কারো থেকেই ভালো রেসপন্স পাইনি।’
নিজের সেরাটা দিয়েও কেন ফিরতে পারছেন না মুনিম, সেটার উত্তর নিজেও খুঁজে ফিরছেন বলে জানিয়েছেন মুনিম, ‘এগুলোর উত্তর উনারাই (নির্বাচকরা) দিতে পারবেন, আমার কাছে নেই। আমার আছে ব্যাট আর বল। আমি তো ডিমোটিভেট হচ্ছিই। আমাকে দেখে আরও অনেকে ডিমোটিভেট হচ্ছে। এটা কোনোভাবেই কাম্য নয়। অনেকদিন ধরে নিজের সঙ্গে যুদ্ধ করছি। সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি ফেরার। আমি আমার সর্বোচ্চটা করে যাব। আর রিযিকের মালিক আল্লাহ।’
তীব্র আক্ষেপ থেকে ক্রিকেট ছেড়ে দেয়ার চিন্তাও করেছেন বলে জানিয়েছেন মুনিম, ‘মাঝে মাঝে মনে হয় সবকিছু ছেড়ে চলে যাই৷ আবার মনে হয় ক্রিকেট ছাড়া আমি কিছুই করিনি। আমি তো ঠিকভাবে পড়াশুনাও করিনি। স্নাতক করেছি কিন্তু ওইটা তো আমার প্যাশন ছিল না। ক্রিকেটের বাইরে তো আমি ভালো থাকতে পারব না।’
আয়শা/১২ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:০৫