ডেস্ক নিউজ : জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার পক্ষে লড়তে জেড আই খান পান্নার আবেদন নাকচ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার এনিয়ে তাৎক্ষণিক শুনানিতে ট্রাইব্যুনাল বলেন, সাক্ষ্যগ্রহণ পর্যায়ে আবেদন করলে তা বিবেচনার সুযোগ নেই।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই আবেদন মঙ্গলবার খারিজ করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
জুলাই গণ-অভ্যুত্থানে দেশজুড়ে যে ব্যাপক গণহত্যা হয়েছিল,তার সর্বোচ্চ নেতৃত্বে ছিলেন পলাতক ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশেই আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে চলছে সাক্ষ্য গ্রহণ।
এরই মধ্যে পাঁচ জন সাক্ষীর সাক্ষ্য হয়েছে। রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী সাক্ষীদের জেরাও অব্যাহত রেখেছেন। এই অবস্থায় মামলার প্রধান আসামি শেখ হাসিনার আইনজীবী হয়ে মামলা লড়তে চেয়ে আবেদন করেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না।
মঙ্গলবার আইনজীবী নাজনীন নাহার এই আবেদনটি ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। তবে ট্রাইব্যুনাল আবেদনটি প্রত্যাখ্যান করেন। নির্দিষ্ট ব্যক্তির জন্য এতদিন পর কেন আবেদন, সে প্রশ্নও করেন।
আইনজীবী নাজনীন নাহার বলেন, জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না আজকে এখানে আসতে পারেননি। তিনি শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে নিয়োগ পেতে চান। একথা ট্রাইব্যুনালকে জানানোর জন্য তাঁকে (নাজনীন) বলেছেন।
তখন ট্রাইব্যুনাল বলেন, ‘শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স (রাষ্ট্র নিযুক্ত আইনজীবী) নিয়োগ দেওয়া হয়েছে। এটা ওভার (শেষ)। উনি সিভি দিলে অন্য মামলায় তাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি দেখবেন। তাছাড়া কাকে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হবে, সেটা ট্রাইব্যুনালের বিষয়।’
ট্রাইব্যুনাল আরও বলেন, তিনি প্রসিডিওর জানেন। যে মামলায় আসামি উপস্থিত নাই, এমন মামলায় আসবেন কেন? তা ছাড়া এ মামলায় যখন ডিফেন্স নিয়োগ দেয়া হচ্ছিল, তখন তিনি এসে বলতে পারতেন। তখন বিবেচনা করা যেত কাকে নিয়োগ দেয়া হবে। ট্রেন স্টেশন ছেড়ে যাওয়ার পর মাস্টারকে বললেন, ট্রেনে উঠিয়ে দেন।
একপর্যায়ে আইনজীবী নাজনীন নাহার বলেন, শেখ হাসিনার পক্ষে যাঁকে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে, তাঁকে সহযোগিতা করতে চান জেড আই খান পান্না। এই আবেদনও খারিজ করে দেন ট্রাইব্যুনাল।
আয়শা/১২ আগস্ট ২০২৫/বিকাল ৫:৪০