বিনোদন ডেস্ক : বহু বহু নাটকে তারা জুটি হয়ে কাজ করেছেন। সে তালিকায় আছে খন্ড নাটক এবং ধারাবাহিকও। তবে এই প্রথমার আবুল হায়াত ও দিলারা জামানকে কেন্দ্র করে নির্মিত হয়েছে একটি নাটক। এর নাম ‘বেলা ও বিকেল’। এতে নামভূমিকায় অভিনয় করেছেন তারা দুজন।
আবুল হায়াত হয়েছেন বিকেল, আর দিলারা জামান বেলা। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন শরীফুল ইসলাম শামীম। এতে আরও অভিনয় করেছেন নাবিলা বিনতে ইসলাম, গোলাম কিবরিয়া তানভীরসহ অনেকে।
দিলারা জামান জানান, ‘গল্পটা খুব সুন্দর। এখনই বিস্তারিত বলব না, তবে এতটুকু বলতে পারি এই সময়ে এসে এমন চরিত্রনির্ভর গল্প নিয়ে নাটক নির্মাণ করা সত্যিই চ্যালেঞ্জিং। আমাদের এখানে এ ধরনের গল্প খুব একটা হয় না। এজন্য শামীমকে বিশেষ ধন্যবাদ।’
আয়শা/১২ আগস্ট ২০২৫/বিকাল ৫:৪০