স্পোর্টস ডেস্ক : ভারত ও ইংল্যান্ডের মধ্যকার সদ্যসমাপ্ত অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজ অনলাইন স্ট্রিমিং সাইট জিওহটস্টারে ডিজিটাল ভিউয়ারশিপের রেকর্ড ভেঙে দিয়েছে। পাঁচ টেস্টের এই সিরিজ দেখতে অনলাইনে যুক্ত হয়েছিলেন ১৭০ মিলিয়নেরও বেশি দর্শক, যা কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি ভিউ হওয়া টেস্ট সিরিজ।
লন্ডনের দ্য ওভালে অনুষ্ঠিত পঞ্চম টেস্টটির শেষ দিনেই একসঙ্গে ১ কোটি ৩০ লাখ দর্শক সংযুক্ত ছিলেন, আর পুরো সিরিজ মিলিয়ে মোট ৬৫০০ কোটি মিনিটের ওয়াচ টাইম জমা হয়েছে।
এই সিরিজ দিয়েই ভারত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্র শুরু করেছে এবং ভারতীয় ক্রিকেটে নেতৃত্বের এক নতুন যুগের সূচনা ঘটেছে। রোহিত শর্মার অবসরের পর নতুন অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে এটিই ছিল প্রথম সিরিজ, আর তাতেই বাজিমাত করেছে ভারতীয় দল।
জিওস্টারের হেড অফ কনটেন্ট–স্পোর্টস, সিদ্ধার্থ শর্মা বলেন, ‘ইংল্যান্ড সফরে ভারতের অসাধারণ লড়াই প্রমাণ করেছে যে টেস্ট ক্রিকেটের প্রতিটি সেশনেই চিত্তাকর্ষক গল্প তৈরির ক্ষমতা রয়েছে। ১৭০ মিলিয়নেরও বেশি দর্শকসংখ্যা আর নতুন রেকর্ড কেবল রোমাঞ্চকর ক্রিকেটেরই সাক্ষ্য নয়, বরং আমাদের নিমগ্ন গল্প বলার ও দেখার অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতিরও প্রমাণ।’
প্রথম তিন টেস্ট শেষে ইংল্যান্ডের সিরিজ জয় সময়ের ব্যাপার মনে হলেও শেষ দুই টেস্টে অসাধারণ লড়াই করে ভারত ম্যাচে ফেরে। ওল্ড ট্রাফোর্ডে ব্যাকফুটে থাকা ভারত অসাধারণভাবে ম্যাচে ফিরে আসে ওয়াশিংটন সুন্দর আর রবীন্দ্র জাদেজার সেঞ্চুরিতে। এরপর দ্য ওভালে পঞ্চম দিনে মোহাম্মদ সিরাজ জ্বলে উঠে ইংল্যান্ডের নিশ্চিত জয় কেড়ে নিয়ে ভারতকে নাটকীয় জয় উপহার দেন। তাতে শেষ পর্যন্ত ২-২ ব্যবধানে সিরিজ ড্র হয়।
আয়শা/১২ আগস্ট ২০২৫/বিকাল ৫:০০