বিনোদন ডেস্ক : গ্ল্যামার দুনিয়াটা যতটা চাকচিক্যে পরিপূর্ণ, আসলে ততটাই নকল। এই অঙ্গনে সবাই সবার প্রতিদ্বন্দী বিধায় নিখাদ বন্ধুত্ব তৈরি হওয়া দুষ্কর। কিন্তু বিখ্যাত দুই গায়িকা সেলেনা গোমেজ এবং টেইলর সুইফটের বন্ধুত্ব এক অনন্য দৃষ্টান্ত। দীর্ঘ ১৬ বছর ধরে হলিউডে তারা বেস্ট ফ্রেন্ড। সব অনুষ্ঠানেই জোট বেঁধে হাজির হতে দেখা যায় তাদের। এমনকি সেলেনা নিজেই জানিয়েছিলেন, ইন্ড্রাস্ট্রিতে টেইলর ছাড়া তার কোনো প্রকৃত বন্ধু নেই।
তবে এমন গভীর বন্ধুত্ব শুরু হলো কীভাবে তাই জানালেন সেলেনা। সম্প্রতি, যখন সেলেনা গোমেজ থেরাপাস উইথ জ্যাক শেন পডকাস্টে গিয়েছিলেন। সেখানেই ছোটবেলার স্মৃতিচারণা করেন এই পপ গায়িকা।
২০০৭ সালে পরিচয় হয় সেলেনা এবং টেইলরের। তখন সেলেনার বয়স ছিল ১৫ বছর এবং টেইলরের বয়স ছিল ১৮। বিখ্যাত অন্য দুই তারকা নিক জোনাস এবং জো জোনাসের সঙ্গে সম্পর্কে ছিলেন তারা। সেই স্মৃতিচারণ করতে গিয়ে সেলেনা বলেন,‘জোনাস পরিবারের সদস্যদের থেকে পাওয়া সেরা উপহার এই যে বন্ধু হিসেবে আমি এবং টেইলর একে অপরকে পেয়েছি।’
নিজের জায়গা থেকে দু’জনেই ক্যারিয়ারে বেশ সফল। জোনাস পরিবারের জো জোনাসের সঙ্গে যখন টেইলর সম্পর্কে ছিলেন একই সময়ে, জো’য়ের সঙ্গে ছিলেন সেলেনা। সেসব এখন অতীত। সামনেই বর্তমান বন্ধু বেনি ব্লাঙ্কোর সাথে সেলেনা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন বলে জানা গেছে। অপরদিকে ট্র্যাভিস কেলসকে ডেট করছেন টেইলর সুইফট।
আয়শা/১২ আগস্ট ২০২৫/রাত ১২:৫৪