বিনোদন ডেস্ক : সবসময়ই তারকাদের গোপন জীবন ও ব্যক্তিগত সংগ্রাম নিয়ে আগ্রহী ভক্তদের নজর কাড়ে। অনেকের ক্ষেত্রে আকাশ ছোঁয়ার গল্প থাকলেও তার পেছনে থাকে কিছু করুণ গল্প। এমনও আছে— এখন কোটি টাকার মালিক, অথচ একটা সময় কাটিয়েছেন না খেয়ে। খারাপ সময়ের মাঝে প্রতিভাকে কাজে লাগিয়ে কঠোর পরিশ্রম, আর অবিচল ইচ্ছাশক্তি, যা মিলিয়ে দেয় সফলতায়। সম্প্রতি এক তারকার উত্থান ও সংগ্রামের কাহিনী শোরগোল তুলেছিল সিনেমা মহলে। আর সেই তারকা দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।
মডেলিং করার সময় সামান্থা নজরে আসেন পরিচালক রবি বর্মণের। এরপর গৌতম মেননের পরিচালনায় ‘ইয়ে মায়া চেসাভে’ সিনেমার মাধ্যমে প্রথম পর্দায় আসেন এ অভিনেত্রী। তবে আলোচনার বিষয়, এ তারকা নাকি না খেয়েও পর্যন্ত কাটিয়েছেন। অথচ আজ শত কোটি রুপির বেশি সম্পত্তির মালিক। কঠোর পরিশ্রম ও প্রতিভার জোরে তিনি এ জায়গা অর্জন করেছেন এবং অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন।
২০২৪ সালের শেষের দিকে বলিউড সাদি নামের একটি পোর্টালে সামান্থার সম্পত্তি নিয়ে একটি খবর প্রকাশ করে। ওই প্রতিবেদনে তারা জানায়, অভিনয়ের পাশাপাশি রিয়েল এস্টেট, বিলাসবহুল গাড়ি এবং ফ্যাশন ব্র্যান্ডে বিনিয়োগ করে সামান্থা আর্থিকভাবে সুদৃঢ় অবস্থানে পৌঁছেছেন। তার সম্পত্তির মূল্য প্রায় ১০১ কোটি রুপি।
এর আগে ২০১৭ সালে তিনি অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেন। পরে ২০২১ সালে তাদের বিচ্ছেদ ঘটে। যদিও ২০০ কোটির ভরণপোষণের দাবি ওঠে, সামান্থা তা অস্বীকার করেছেন।
আয়শা/১২ আগস্ট ২০২৫/রাত ১২:৫৪