স্পোর্টস ডেস্ক : ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া বলেছেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ঘরের মাঠে ইংল্যান্ড, পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজকে কঠিন চ্যালেঞ্জ জানাবে।’টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে ৭ ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি বাংলাদেশ। দ্বিতীয় চক্রে ১২ ম্যাচে অংশ নিয়ে বাংলাদেশ জিতে মাত্র একটিতে। তৃতীয় চক্রে পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হারিয়ে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। এছাড়া ঘরের মাঠে নিউজিল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পায় টাইগাররা।
টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ক্রমান্নয়ে উন্নতি করলেও ফাইনালে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন আকাশ চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেন, ‘বাংলাদেশকে নিয়ে আমি কথা বলব না কারণ তারা ফাইনালে যেতে পারবে না। তারা লড়াইয়েও আসতে পারবে না। সবাই যখন বাংলাদেশের বিপক্ষে খেলে তারা তখন পয়েন্ট পাওয়ার কথা ভাবে। বিশেষ করে বাংলাদেশ যখন তাদের দেশে সফর করে। কিন্তু নিশ্চিতভাবেই দেশের মাটিতে প্রতিপক্ষকে কঠিন জবাব দেবে বাংলাদেশ।’
টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ঘরের মাঠে ইংল্যান্ড, পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজগুলোতে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত টাইগাররা। এ ব্যাপারে আকাশ চোপড়া বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার মাঠে গিয়ে খেলবে। ঘরের মাঠে খেলবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে। ঘরের মাঠে ইংল্যান্ড, পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজকে কঠিন চ্যালেঞ্জ জানাবে বাংলাদেশ। কিন্তু অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় গিয়ে বাজেভাবে হারবে। তারা হয়ত কোয়ালিফিকেশনের কাছেও আসতে পারবে না।’
আয়শা/১১ আগস্ট ২০২৫/রাত ১১:০০