আন্তর্জাতিক ডেস্ক : মায়ামির মার্কিন জাতীয় হারিকেন কেন্দ্র জানিয়েছে, আফ্রিকার পশ্চিম উপকূলের কাবো ভার্দে দ্বীপপুঞ্জের ঠিক পশ্চিমে ঝড়টি তৈরি হয়েছে।
বলা হচ্ছে, ‘ইরিন’ পশ্চিমে সরে যাওয়ার সম্ভাবনা ছিল। প্রাথমিক মডেলগুলোতে দেখা যায়, ঝড়টি আরও শক্তিশালী হওয়ার শঙ্কা ছিল, তবে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক হুমকি নয়।
মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, ইরিনের কেন্দ্রস্থল ওয়েস্ট ইন্ডিজের উত্তর লিওয়ার্ড দ্বীপপুঞ্জ থেকে প্রায় ২,৩০৫ মাইল পূর্বে অবস্থিত ছিল এবং প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ মাইল বেগে বাতাস বইছিল।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা এই বছর আটলান্টিক অববাহিকায় স্বাভাবিকের চেয়ে বেশি ঝড়ের পূর্বাভাস দিয়েছে, যেখানে ১৩ থেকে ১৮টির নামকরণ হয়েছে। এর মধ্যে পাঁচ থেকে ৯টি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানা গেছে।
একটি গ্রীষ্মমণ্ডলীয় সাইক্লোন তখনই গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয় যখন এর সর্বোচ্চ টেকসই বাতাসের গতি কমপক্ষে ৩৯ মাইল প্রতি ঘণ্টায় পৌঁছায়।
আয়শা/১১ আগস্ট ২০২৫/রাত ১০:২০