স্পোর্টস ডেস্ক : সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের শুরুতে এশিয়া কাপ শুরু হবে। টুর্নামেন্টের খেলাগুলো হবে আরব আমিরাতে।এশিয়া কাপের গত ১৬ আসরের মধ্যে ভারত ৮ আসরে চ্যাম্পিয়ন হয়। ৬ আসরে চ্যাম্পিয়ন হয় শ্রীলংকা আর ২ বার চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। সেই হিসেবে এশিয়া কাপে ফেভারিট দল ভারত।
এশিয়া কাপের আসন্ন ১৭তম আসরের আগে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী বলেন, ‘ভারত প্রচণ্ড শক্তিশালী টিম। বিশেষ করে টেস্টের চেয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভারত বেশি শক্তিশালী দল। আমার মতে, এবারের এশিয়া কাপে ফেভারিট ভারতই। বিশেষ করে দুবাইয়ে যেরকম উইকেট হয়, সেখানে ভারতকে হারানো খুব কঠিন।’২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকায়। বিশ্বকাপ হতে এখনও ২ বছর বাকি। বিশ্বকাপে ভারতীয় দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলির খেলা নিয়ে অনেক গুঞ্জন রয়েছে।
এ ব্যাপারে ভারতীয় সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বলেন, ‘এটা নিয়ে আমি খুব একটা কিছু জানি না। তাই কোনও মন্তব্য করতে পারব না। কে খেলবে আর কে খেলবে না, সেটা বলা খুব কঠিন। তবে রোহিত শর্মা ও বিরাট কোহলি যদি ভালো পারফর্ম করে, তাহলে কেন খেলবে না? ভালো খেললে অবশ্যই ওদের খেলা চালিয়ে যাওয়া উচিত। ওয়ানডে ক্রিকেটে বিরাট কোহলির রেকর্ড অনেক ভালো। রোহিতেরও তাই। দুই জনেই সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত।
আয়শা/১১ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:২০