ডেস্ক নিউজ : কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাদকবিরোধী পৃথক অভিযানে প্রায় ৯ লাখ ৫৪ হাজার ৮০০ টাকা মূল্যের হেরোইন, ফেনসিডিল, সিলডেনাফিল ট্যাবলেট ও নকল বিড়ি জব্দ করেছে। রোববার (১০ আগস্ট) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে ৪৭ বিজিবির লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার রাতে সুবেদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে কাথুলী মাঠ এলাকা থেকে ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ১০০ গ্রাম হেরোইন ও ১০০ পিস সিলডেনাফিল ট্যাবলেট জব্দ করা হয়। একই রাতে হাবিলদার মো. আজগর আলীর নেতৃত্বে টহলরত অবস্থায় তালতলা এলাকা থেকে ১ লাখ ৫৯ হাজার ২০০ টাকা মূল্যের ২০ বোতল ফেনসিডিল এবং ৫০৪ পিস সিলডেনাফিল ট্যাবলেট জব্দ করে।
আয়শা/১১ আগস্ট ২০২৫/রাত ১২:৩০