ডেস্ক নিউজ : খামারিদের আর্থিক সুবিধার্থে মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক তৈরি করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।রোববার (১০ আগস্ট) দুপুরে বরিশালের একটি অভিজাত হোটেলের হলরুমে লাইভস্টক এবং ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট (এলডিডিপি) বরিশাল বিভাগীয় প্রগ্রেস রিভিউ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি।
বরিশাল বিভাগের ঝালকাঠি, পিরোজপুর, ভোলা ও পটুয়াখালীতে দুধের খাটতি রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, দুধের জাতীয় পর্যায়ে যে ঘাটতি রয়েছে, তা আমদানি করে মেটাতে হয়। এটা আমাদের জন্য দুঃখজনক। তাই খামারিদের বলবো আপনারা দুধ ও মাংস উৎপাদনের দিক লক্ষ্য দিন।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে কর্মশালায় বিভাগের বিভিন্ন জেলা উপজেলার কর্মকর্তাসহ খামারিরা উপস্থিত ছিলেন।
আয়শা/১১ আগস্ট ২০২৫/রাত ১২:৩০