স্পোর্টস ডেস্ক : বুন্দেসলিগার ক্লাব আরবি লাইপজিগ থেকে বেঞ্জামিন সিসকোকে দলে ভেড়াল ম্যানচেস্টার ইউনাইটেড। এই ২২ বছর বয়সীকে দলে পেতে ৭৩.৭ মিলিয়ন পাউন্ড (প্রায় ১,২০৩ কোটি ২২ লাখ টাকা) খরচ করতে হয়েছে তাদের। পাঁচ বছরের চুক্তিতে ওল্ড ট্রাফোর্ডে আসছেন সিসকো। এর জন্য লাইপজিগ এককালীন পাচ্ছে ৬৬.৩ মিলিয়ন পাউন্ড (১ হাজার ৮২ কোটি টাকারও বেশি), বুন্দেসলিগার ক্লাবটি বাকি অর্থ বেশকিছু শর্তপূরণ হলে তবেই পাবে।
২০২৩ সালে সালজবুর্গ থেকে আরবি লাইপজিগে যোগ দেন সিসকো। গত দুই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে ৮৭ ম্যাচ খেলে ৩৯টি গোল করেছেন এই স্লোভেনিয়ান, আছে ৮টি অ্যাসিস্টও। এই গোলগুলোর মধ্যে ২৭টি গোল করেছেন বুন্দেসলিগায়, ৬৪ ম্যাচ খেলে।
আয়শা/৯ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৩০