স্পোর্টস ডেস্ক : শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জেতানোর ঘটনা হয়তো অনেক দেখেছেন। তবে ম্যাগুয়েরই প্রথম ক্রিকেটার, যিনি নিজের ইনিংসে প্রথম বলে ছক্কা মেরে আন্তর্জাতিক ম্যাচ জেতালেন।
জয়ের পর আইরিশ ক্রিকেটার ম্যাগুয়ের বলেছেন, ‘মাত্র এক বল ছিল, যে কারণে (ব্যাটিংয়ে নামার সময়) খুব একটা ভালো লাগছিল না। রেব (রেবেকা স্টোকেল) বলল, নিজের শক্তির জায়গায় থেকে সোজা মারো। আমি সেটাই করেছি, ভাগ্য ভালো যে ফুলটস ছিল।’
মেয়েদের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাগুয়েরের ছক্কা আছে মাত্র একটি। আন্তর্জাতিক ম্যাচে এর আগে কখনো ছক্কা মারেননি তিনি। তাকে প্রশ্ন করা হয়েছিল, টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে ছক্কা মেরেছেন কি না? উত্তরে তিনি বলেন, ‘আন্তর্জাতিক ম্যাচে এর আগে কখনো ছক্কা মারিনি।’
ডারবানে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করেছিল পাকিস্তান। সর্বোচ্চ ৩৩ রান করেছেন শাওয়াল জুলফিকার। এর রান তাড়া করতে নেমে হাফ-সেঞ্চুরি তুলে নেন অর্লা প্রেন্ডারগাস্ট, তিনি খেলেন ৫১ রানের ইনিংস। আর লরা ডেলানি খেলেন ৪২ রানের ইনিংস।
১৬ বলে ৩৪ রানে অপরাজিত ছিলেন রেবেকা স্টোকেল, ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতেই। তবে শেষ বলে ছক্কা মেরে দলকে জয়ের বন্দরে নিয়ে যান ম্যাগুয়ের। টানা দুই জয়ে পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো আয়ারল্যান্ড।
আয়শা/৯ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:০৫