স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ ২০২৫-এ ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। বোর্ডের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, ম্যাচটি নিয়ে ঝুঁকি নেই তেমন।
এই আলোচনা আসছে মূলত সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসে ভারতের দুই বার ম্যাচ বয়কটের ঘোষণাকে কেন্দ্র করে। তবে সেই টুর্নামেন্টের মতো এশিয়া কাপ নয়, বিষয়টা মনে করিয়ে দিলেন সুবহান।
সম্প্রতি পেহেলগাম হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক আরও খারাপ হয় এবং বৈশ্বিক আসরে পাকিস্তানকে বর্জনের দাবি ওঠে ভারতে। প্রথমে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) স্পষ্ট করে জানায়নি তারা পাকিস্তানের বিপক্ষে খেলবে কিনা, যা এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছিল। তবে পরে বোর্ড জানায়, তারা টুর্নামেন্টে অংশ নেবে।
সুবহান বলেন, ‘বিসিসিআই ও পিসিবি নিজ নিজ সরকারের অনুমতি নিয়ে এশিয়া কাপে অংশগ্রহণে সম্মত হয়েছে।’ তিনি যোগ করেন, এই আসরে দুই দলের একে অপরকে এড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এশিয়া কাপে গ্রুপ এ-তে আছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। গ্রুপ বি-তে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং।
আয়শা/৯ আগস্ট ২০২৫/বিকাল ৩:১৫