মোঃ সালাহউদ্দিন আহমেদ : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দোষীদের দ্রুত বিচার এবং সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকালে নরসিংদী প্রেস ক্লাব প্রাঙ্গণে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দিনের আলোয় প্রকাশ্যে কুপিয়ে হত্যার এ ঘটনা সাংবাদিক সমাজকে হতবাক ও উদ্বিগ্ন করে তুলেছে। এতে শুধু গাজীপুর নয়, দেশের বিভিন্ন অঞ্চলের সাংবাদিকরাও চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বক্তারা গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে সকল জড়িত ব্যক্তিকে শনাক্ত ও আটক করার পাশাপাশি নেপথ্যের হোতাদেরও আইনের আওতায় আনার দাবি জানান।
তারা আরও বলেন, নরসিংদীসহ দেশের প্রতিটি জেলায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নে দৃঢ় অবস্থান গ্রহণ করতে হবে। মানববন্ধনে নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা বক্তব্য দেন।
আয়শা/৯ আগস্ট ২০২৫/দুপুর ২:৩০