স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের হয়ে বাবর শেষবার টি-২০ খেলেছিলেন গত বছরের ১৪ ডিসেম্বর। প্রোটিয়াদের বিপক্ষে ওই ম্যাচ শেষে পাকিস্তান আরও ১৪টি টি-২০ খেলেছে। এই ১৪ ম্যাচে বাবর খেলবেন তো দূরের কথা, স্কোয়াডেও ডাক পাননি। দলটির সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না।
আফ্রিদির অভিযোগ, বাবরের জায়গায় যারা খেলছেন, তাদেরও স্ট্রাইকরেটও ভালো নয়। তাই বাবরকে বাদ দেওয়া উচিত হয়নি। আফ্রিদি বলেন, ‘যদি স্ট্রাইকরেট উদ্বেগের বিষয় হয়, তবে আমি বিশ্বাস করি নতুনদের আরও ভালো খেলা উচিত। বাবরেরও তাদের মতোই স্ট্রাইকরেট।’
কিউএনবি/আয়শা/৭ আগস্ট ২০২৫/রাত ১১:৫৫