মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি : দশম শ্রেণির এক মুসলিম স্কুলছাত্রীকে নিয়ে হিন্দু সম্প্রদায়ের এক যুবক পালিয়ে যাওয়ায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের বাগেশ্বর গ্রামে।
জানা গেছে, গত শনিবার (২ আগস্ট) রাতে নারায়ণ দাশ এর ছেলে অন্তর দাশ একই গ্রামের ওই স্কুলছাত্রীকে নিয়ে নিখোঁজ হন। অন্তরের কাকা বিশ্ব দাশ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মেয়েটির বাবা আমীর হোসেন (বাবুর্চি) বলেন, আমার মেয়ে স্কুলে পড়ে, সে এখনো নাবালিকা। আমার মেয়েকে যেন সুস্থ ও অক্ষত অবস্থায় আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এবিষয়ে মাধবদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।
একটি প্রভাবশালী মহল এই ঘটনাকে ধামাচাপা দিতে চায়। তাদের মামলা না করার জন্য নানা রকম চাপ দেওয়া দিচ্ছে হচ্ছে বলে জানায় স্থানীয়রা। এ বিষয়ে স্থানীয় একজন বাসিন্দা বলেন, এমন ঘটনা শুধু একটা প্রেমঘটিত বিষয় নয়, এটা আমাদের সামাজিক ও ধর্মীয় ভারসাম্যকেও চ্যালেঞ্জের মুখে ফেলছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
জানা গেছে, ঘটনাটি নিয়ে উভয় পক্ষ থেকেই থানায় পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে। তবে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, “এমন কোনো অভিযোগের ব্যাপারে আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।”এখন পুরো এলাকাজুড়েই চাপা উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষ চাইছে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করুক এবং মেয়েটিকে সুস্থভাবে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক।
আয়শা/৭ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:১৪