আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার (৭ আগস্ট) ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।উশাকভ বলেন, দুই নেতার বৈঠকের বিস্তারিত পরে প্রকাশ করা হবে। তবে এরইমধ্যে দুই পক্ষ নীতিগতভাবে একমত হয়েছে যে, শিগগিরই বৈঠকটি হচ্ছে। চলতি সপ্তাহে মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। আলোচনায় ইউক্রেন যুদ্ধ, দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক এবং যুদ্ধবিরতির সম্ভাব্য রূপরেখা নিয়ে গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানায় উভয় পক্ষ। মূলত এরপরই পুতিন এবং ট্রাম্পের মধ্যে সরাসরি বৈঠকের সম্ভাবনা বেড়েছে।
কিউটিভি/আয়শা/৭ আগস্ট ২০২৫/বিকাল ৩:৪৩